https://www.emjanews.com/

11043

sylhet

প্রকাশিত

০১ নভেম্বর ২০২৫ ১৯:১৭

সিলেট

জগন্নাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ ১৯:১৭

ছবি: সংগৃহীত।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ইসমাইল চক গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  ২টি গাছ কাটার অভিযোগ উঠেছে।

২টি করছ গাছ কেটে নেন ইসমাইল চক গ্রামের বাসিন্দা ছালফর মিয়া, বাবুল মিয়া, মিজানুর রহমান, হাসান আহমদ, স্বপন মিয়া, সজিব মিয়া।

গত সোমবার উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশের গাছ কাটতে নিষেধাজ্ঞা দেন। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসমাইল চক গ্রামের সুরুজ মিয়া ও ছানফর মিয়া জায়গা সম্পত্তি নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে। এই জায়গায়র উপর আদালতে নিষেধাজ্ঞা দেয় । আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ২ টি গাছ কেটে নেন ছানফর মিয়া গংরা।

সুরুজ মিয়ার ভাইয়েরা প্রবাসে থাকায় জোরপূর্বক এসব কাজ করছে ছানফর মিয়া ও বাবুল মিয়ার লোকজন। 

এই বিষয়ে অভিযোগ কারী সুরুজ মিয়া বলেন, ‘ছানফর মিয়ার সাথে জায়গা জমি নিয়ে আমাদের মামলা আদালতে চলমান রয়েছে, তারা আমাদের জায়গা জোরপূর্বক দখল করে আসছে এই বিষয়ে মামলা চলমান এবং আদালতের নিষেধাজ্ঞা রয়েছে তারা আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে বড় বড় ২ টি করছ গাছ কেটে নিয়েছে।’ 

জানতে চাইলে বাবুল মিয়ার সাথে একাধিক বার যোগাযোগ করা হলে কথা বলা সম্ভব হয়নি। 

জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার মহসীন উদ্দীন বলেন, কেউ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।