শিরোনাম
সিলেট ২ আসন/বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

11055

surplus

প্রকাশিত

০১ নভেম্বর ২০২৫ ২১:৩২

অন্যান্য

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১২ বাংলাদেশিসহ ২৩ অবৈধ অভিবাসী আটক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ ২১:৩২

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১২ বাংলাদেশিসহ আটক ২৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। বিভাগ বলছে, নিলাই এলাকায় অবৈধ অভিবাসীদের ধরতে পরিচালিত এক বিশেষ অভিযানে অবাক করা দৃশ্যের সৃষ্টি হয়- কিছু অভিবাসী ‘স্পাইডারম্যান’-এর মতো আচরণ করে ছাদে চড়ে কিংবা বারান্দা পেরিয়ে অন্য ইউনিটে লাফিয়ে পালানোর চেষ্টা করে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে প্রায় ১১টার দিকে, যখন নেগরি সেমবিলানের ইমিগ্রেশন বিভাগ পাংসাপুরি চেম্পাকা কোর্ট, বান্দার বারু নিলাই এলাকায় অভিযান চালায়।

নেগরি সেমবিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ ট্যান আই কিয়াং জানান, ৯৩ জন কর্মকর্তার অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে মোট ২৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

তিনি বলেন, `অভিযানে ২৯৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ২২ থেকে ৫১ বছর বয়সী ২৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২১ জন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে ১২ জন বাংলাদেশের নাগরিক, নয়জন ভারতের, একজন ইন্দোনেশিয়ার এবং একজন পাকিস্তানের নাগরিক।

অভিযানের সময় ভবনের পঞ্চম তলায় কিছু অভিবাসী জীবন ঝুঁকি নিয়ে নিজেদের অ্যাপার্টমেন্ট থেকে পাশের ইউনিটে বারান্দা বেয়ে পালানোর চেষ্টা করে বলে জানান তিনি।

’কিছুজন আবার ছাদের নিচে বা পানির ট্যাংকের ওপর লুকিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত সবাইকে চিহ্নিত করে আটক করা হয়েছে,’ বলেন কেনিথ ট্যান।

তিনি আরও জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযোগে বলা হয়েছিল, ঐ এলাকায় বহু বিদেশি বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছে।

আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩-এর বিভিন্ন ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব আটককৃতদের লেনগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে তদন্ত ও পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, যে কোনো মালিক বা ব্যক্তি অবৈধ অভিবাসীদের আশ্রয় বা কাজের সুযোগ দিলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি আদালতে মামলা দায়ের করা হতে পারে।

এই অভিযানে স্থানীয়দের সহযোগিতা ও অভিযোগ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বিভাগটি ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।