সিলেটের উন্নয়ন বৈষম্য দূরীকরণে আন্দোলনে উইমেন চেম্বারের একাত্মতা
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ ২১:৫২
                                                            ছবি: সংগৃহীত।
সিলেটের উন্নয়ন বৈষম্য দূরীকরণের দাবিতে ঘোষিত ২ নভেম্বরের গণঅবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেন, `সিলেট নানা দিক থেকে উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। আমরা মনে করি, সিলেটের উন্নয়ন বৈষম্য দূরীকরণের এই আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সবসময় সিলেট ও সিলেটের মানুষের সার্বিক উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।'
তিনি আরও বলেন, `সিলেটের উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।'
বিজ্ঞপ্তিতে চেম্বারের পক্ষ থেকে সিলেটবাসী ও ব্যবসায়ী সমাজকে এই ন্যায্য দাবির আন্দোলনে সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়।
                        
                        