শিরোনাম
সিলেট ২ আসন/বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

11058

surplus

প্রকাশিত

০১ নভেম্বর ২০২৫ ২২:০৯

অন্যান্য

পুলিশের ভূমিকার নিন্দা, অনশন কর্মসূচি স্থগিত করল রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ ২২:০৯

ছবি: সংগৃহীত।

সিলেট মহানগরীর রিকশা শ্রমিকদের আন্দোলনে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা শাখা।

সংগঠনের আহ্বায়ক মাশরুখ জলিল শনিবার এক বিবৃতিতে বলেন, ’রিকশা শ্রমিকদের আন্দোলনে পুলিশের ভূমিকা সিলেটবাসীকে ফ্যাসিস্ট হাসিনা আমলের দমন-পীড়নের দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে।’

তিনি অভিযোগ করেন, পুলিশের পক্ষ থেকে মিথ্যা বক্তব্য, নিরপরাধদের গ্রেফতার এবং আঞ্চলিক জাতীবাদী উসকানি দেশের ঐক্য ও সম্প্রীতি নষ্টের প্রচেষ্টা। এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি মিথ্যা ও বিভাজনমূলক বক্তব্য প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, ‘কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ও পুলিশের ভূমিকার কারণে সিলেট মহানগরীর স্থিতিশীলতা ব্যাহত হয়েছে। আমরা সিলেটকে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার নগরী হিসেবে দেখতে চাই। কেউ যেন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে ইস্যু বানিয়ে নগরীর শান্তি নষ্ট করতে না পারে।’

এই বিবেচনায় সংগঠনটি তাদের পূর্বঘোষিত রোববারের প্রতীকী অনশন কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

তবে শ্রমিক নেতারা জানিয়েছেন, শ্রমিকের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত জীবন-জীবিকার লড়াই চলবে। আন্দোলন ও সিলেট মহানগরীর সার্বিক পরিস্থিতি নিয়ে সংগঠনটি শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত অবস্থান জানাবে।