জকিগঞ্জে স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষনের মামলার প্রধান আসামী গ্রেফতার
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ ১৫:৫০
                                                            ছবি- সংগ্রহ
সিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ইমরান আহমদকে (৩০) অবশেষে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানার বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতার ইমরান জকিগঞ্জ উপজেলার নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে। পরে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তাকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
র্যাব জানায়, এ বছরের ২৬ জুলাই সকালে জকিগঞ্জ থানাধীন একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী তার এক বন্ধুর সঙ্গে ঘুরতে যায় উপজেলার আদিম ব্রিক ফিল্ড এলাকায়। সেখানে ইমরানসহ কয়েকজন মিলে তাদের গোপনে ছবি তোলে এবং পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে অনৈতিক প্রস্তাব দেয়।
ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হওয়ায় আসামিরা জোরপূর্বক তার মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডের ভেতরে নিয়ে যায়। ভিকটিমের বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকে হত্যার ভয় দেখিয়ে আটকে রাখা হয়। এরপর আসামিরা পালাক্রমে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে এবং কাউকে না জানানোর জন্য হত্যার হুমকি দেয়।
ভয়ে প্রথমে নীরব থাকলেও পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী তার পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে তিনি নিজেই বাদী হয়ে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, মামলার আরেক আসামি শাকের আহমদকে গত ২০ আগস্ট র্যাব গ্রেফতার করেছিল। প্রধান আসামি ইমরানের গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন অগ্রগতি আশা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
                        
                        