ছবি: সংগৃহিত
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই ব্রীজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১২ জনকে আটক করেছে মোবাইল কোর্ট। পরে সোমবার (৩ নভেম্বর) দুপুরে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
রবিবার (২ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এদের আটক করা হয়। অভিযান চলাকালে ধলাই ব্রীজের নিচ থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক নৌকাও জব্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তরা হলেন- মো. ফয়জুল ইসলাম (৫৫), পিতা: মৃত আব্দুল সোবহান, দক্ষিণ কলাবাড়ী, কোম্পানীগঞ্জ; মো. শাহ আলম (২৫), পিতা: মো. ফয়জুল ইসলাম, দক্ষিণ কলাবাড়ী, কোম্পানীগঞ্জ; মো. সাগর মিয়া (১৯), পিতা: মো. ফয়জুল ইসলাম, দক্ষিণ কলাবাড়ী, কোম্পানীগঞ্জ; মো. ফাইজুল ইসলাম (৪৫), পিতা: মৃত মজিবুর রহমান, পুরান বালুচর, কোম্পানীগঞ্জ; মো. হারুন অর রশিদ (২৫), পিতা: মো. ওয়াসিম মিয়া, নতুন জিবনপুর নিগারপাড়, কোম্পানীগঞ্জ; মো. মোশা মিয়া (১৯), পিতা: মো. ফাইজুল ইসলাম, পুরান বালুচর, কোম্পানীগঞ্জ; মো. আরিফ মিয়া (২২), পিতা: মো. জহির মিয়া, দক্ষিণ রজনগর, কোম্পানীগঞ্জ; মো. সোলাইমান মিয়া (২৫), পিতা: মো. লেচু মিয়া, শান্তিপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ; মো. রুহুল আমিন (৩০), পিতা: মো. বাছির মিয়া, মাতা: হনুফা বেগম, রাজনগর নতুন বস্তি, কোম্পানীগঞ্জ; মো. আমিন মিয়া (২৫), পিতা: মো. রফিক মিয়া, রাজনগর নতুন বস্তি, কোম্পানীগঞ্জ; মো. শাকিল মিয়া (২০), পিতা: মো. লেচু মিয়া, মাতা: শান্তিপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ; বর্তমান ঠিকানা: ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম, কোম্পানীগঞ্জ; মো. ফারুক আহমদ (২০), পিতা: মৃত আ. কাদের জিলানী, দক্ষিণ রাজনগর, কোম্পানীগঞ্জ।
ওসি রতন শেখ জানান, সোমবার সন্ধ্যায় সাজাপ্রাপ্ত ১২ জনকে প্রিজন ভ্যানে করে কোম্পানীগঞ্জ থানা হাজত থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ধলাই ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের কারণে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং সেতুর স্থায়িত্ব ঝুঁকিতে পড়ছে। নদী ও সেতু রক্ষায় প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।
                        
                        