শিরোনাম
মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন সিলেট-১ মুক্তাদির, সিলেট-২ লুনা, সিলেট-৩ মালিক এবং সিলেট-৬ আসনে এমরান বিএনপি’র মনোনয়ন পেলেন সিলেটে আ'লীগ নেতা হত্যাকান্ড: ছেলের ৩দিনের রিমান্ড মঞ্জুর জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ: পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ

https://www.emjanews.com/

11096

sylhet

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৫ ১৮:১৫

আপডেট

০৩ নভেম্বর ২০২৫ ২২:১০

সিলেট

সিলেট-১ মুক্তাদির, সিলেট-২ লুনা, সিলেট-৩ মালিক এবং সিলেট-৬ আসনে এমরান বিএনপি’র মনোনয়ন পেলেন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ ১৮:১৫

ছবি- সংগ্রহ

সিলেটের ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষনা করেছে বিএনপি। এর মধ্যে সিলেট-১ এ খন্দকার মুক্তাদির আহমদ, সিলেট-২ এ তাহসীনা রুশদী লুনা, সিলেট-৩ আব্দুল মালিক, সিলেট-৬ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এছাড়া সিলেট-৪ ও ৫ এ কোন প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি।

সারা দেশে মো ২৩৭টি আসনে মনোনীতদের নাম ঘোষনা করেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

মীর্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সাংবাদিক সম্মেলন শেষে কোন প্রশ্নের উত্তর দেন নি। তবে তখন তিনি বলেন বাকি ৬৩ আসনে জোটের প্রার্থীর জন্য ছেড়ে দেয়া হয়েছে।  এ ছেড়ে দেয়া আসনের মধ্যে সিলেট-৪ ও সিলেট-৫ আসন রয়েছে। সিলেট-৪ জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী ও সিলেট ৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম ও আল ইসলাহর প্রার্থী রয়েছেন।