শিরোনাম
মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন সিলেট-১ মুক্তাদির, সিলেট-২ লুনা, সিলেট-৩ মালিক এবং সিলেট-৬ আসনে এমরান বিএনপি’র মনোনয়ন পেলেন সিলেটে আ'লীগ নেতা হত্যাকান্ড: ছেলের ৩দিনের রিমান্ড মঞ্জুর জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ: পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ

https://www.emjanews.com/

11113

politics

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৫ ২৩:০৭

রাজনীতি

ফজলুর রহমান মনোনয়ন পেলেও, বিএনপি’র মনোনয়ন পাননি রিজভী ও রুমিন ফারহানা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ ২৩:০৭

ছবি: ইমজা নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক তালিকা ঘোষণা করেন।

তালিকায় দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ স্থগিত হওয়া ফজলুর রহমানের নাম থাকলেও নেই বিএনপির অনেক সিনিয়র নেতা ও স্থায়ী কমিটির সদস্যদের নাম। এতে রয়েছেন না ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিবসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা।

তবে মহাসচিব মির্জা ফখরুল বলেন, এটি প্রাথমিক তালিকা; দল মনে করলে কোনো সময়েই সংশোধনী আনা যেতে পারে।

ঘোষিত তালিকায় নেই নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও আসাদুজ্জামান রিপন।

এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আসলাম চৌধুরী ও আমিনুর রশীদ ইয়াসিনের নামও তালিকায় নেই। যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হাবিব উন নবী সোহেল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং হুমায়ুন কবীরের নামও বাদ পড়েছে।

বিগত সময়ে ঢাকা ১০ আসনে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও নেতা রবিউল ইসলাম রবি; এবার তাদের দুজনের নামও তালিকায় নেই। মাগুরার এক আসনের জন্য দলীয় মনোনয়ন চেয়েছিলেন যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন, তবে তিনি বাদ পড়েছেন।

তালিকা প্রণয়নের সময় পরিবারভিত্তিক মনোনয়নের সীমাবদ্ধতা রাখা হয়েছে। এজন্য স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ তালিকায় জায়গা পাননি। তবে কিছু আসনে সিনিয়র নেতাদের মৃত্যুজনিত কারণে তাদের সন্তান বা স্ত্রীদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে প্রাথমিকভাবে বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

ফজলুর রহমান ২০০৭ সালে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি এই আসন থেকে আগেও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রার্থী হয়ে রাষ্ট্রযন্ত্র ও প্রতিপক্ষ দলের নানা নির্যাতনের শিকার হয়েছেন।

বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন। মহাসচিব মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভোলা-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।