শিরোনাম
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়ে একজন নিহ’ত বাংলাদেশে আসছেন না ড. জাকির নায়েক প্রাথমিকে ১০ হাজার ২১৯ সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ সিলেটে আওয়ামী লীগ নেতা হত্যা: রিমান্ডে নিহতের ছেলে চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতা ছি’নতাই নিউইয়র্কে জোহরান মামদানির ঐতিহাসিক জয় জিন্দাবাজার গোবিন্দ জিউ আখড়ায় হামলার ঘটনায় মামলা দায়ের গণভোট জাতীয় নির্বাচনের আগে না হলে  কিসের ভিত্তিতে নির্বাচন হবে : ডা: শফিকুর রহমান বাংলাদেশ ও ভারতীয় আবেদনকারীদের ‘চ্যালেঞ্জিং’ হিসেবে চিহ্নিত করেছে কানাডা

https://www.emjanews.com/

11150

sylhet

প্রকাশিত

০৫ নভেম্বর ২০২৫ ১৯:০৭

সিলেট

সিলেটে সিএনজি-বালুভর্তি ট্রাক সংঘর্ষে দুইজন নিহত, আহত ৫

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ ১৯:০৭

ছবি: সংগৃহিত

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল উমনপুর এলাকার আতাউর রহমানের ছেলে মো. মুন্না (২০) এবং শাহপরাণ (রহ.) থানার বাহুবল এলাকার তাজুল ইসলাম (৪০)।

শাহপরাণ (রহ.) থানার ওসি মনির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেক যাত্রী মারা যান।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।