https://www.emjanews.com/

11158

entertainment

প্রকাশিত

০৫ নভেম্বর ২০২৫ ২০:৩২

বিনোদন

নিউইয়র্কে মামদানির বিজয়মঞ্চে ‘ধুম মাচালে’

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ ২০:৩২

ছবি: সংগৃহিত

নিউইয়র্কে নতুন মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। গত এক শতাব্দীতে তার চেয়ে কম বয়সে কেউ এ পদে পৌঁছাননি। ডেমোক্র্যাটিক সমাজতান্ত্রিক এই তরুণ রাজনীতিক সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে হারিয়ে বড় ব্যবধানে জয় লাভ করেন। খবর হিন্দুস্তান টাইমসের।

জয়ের পর মামদানি ব্রুকলিনে অনুষ্ঠিত বিজয় সমাবেশে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘বন্ধুরা, আমরা আজ একটি রাজনৈতিক রাজবংশকে পরাজিত করেছি। আমি অ্যান্ড্রু কুয়োমোর ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাই। তবে আজ রাত হোক সেই শেষ রাত, যখন আমি তার নাম উচ্চারণ করছি, কারণ আমরা এখন এমন এক রাজনীতির অধ্যায় শুরু করছি যা অল্প কয়েকজনের নয়, সবার জন্য।’

তার এই ভাষণ শেষ হতেই ব্যাকগ্রাউন্ডে বাজতে শুরু করে বলিউডের জনপ্রিয় গান ‘ধুম মাচালে’। গানটি শোনা মাত্রই উৎসবে উপস্থিত দর্শক ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

মঞ্চে ছিলেন মামদানির স্ত্রী রামা দুওয়াজি এবং মা, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। পুরো পরিবেশ মাতোয়ারা হয়ে ওঠে বলিউডের তালে।

জোহরান মামদানি বলিউডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক রাখছেন। নির্বাচনী প্রচারণার সময় তার প্রোমো ভিডিওয় তিনি হিন্দিতে কথা বলেছিলেন এবং ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছিল ‘ওম শান্তি ওম’ সিনেমার গান।

এবার বিজয় ভাষণ শেষে মঞ্চেই বেজে উঠল আরেকটি জনপ্রিয় বলিউড গান, যা সমর্থকদের মধ্যে উদ্দীপনা আরও বাড়িয়ে দিয়েছে।