শিরোনাম
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে অব্যাহতি ‘বালু দরবেশ’ যুবদল নেতা মকসুদের দাপটে ঝুঁকিতে ধলাই সেতু ফিরছে 'না' ভোট, বাতিল ইভিএম আগস্ট-সেপ্টেম্বরে বড় ধরনের বন্যার আশঙ্কা দোয়ারাবাজারে শিশু ধ*র্ষণের অভিযোগে মসজিদের ইমাম  গ্রে*প্তার ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ পাঁচ মামলার আসামি চিহ্নিত ডাকাত আমিন গ্রেপ্তার ছাত্রলীগ এখনও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছে : সিলেটে ছাত্রদল সভাপতি   রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরের ছয় মাসের অন্তর্বর্তী জামিন ! সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতের মেঘালয়ে চার বাংলাদেশি আটক চট্টগ্রামে এনসিপি নেতার বিরুদ্ধে আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ভিডিও ভাইরাল

https://www.emjanews.com/

6065

sylhet

প্রকাশিত

০৮ জুন ২০২৫ ১৯:৩৭

সিলেট

হবিগঞ্জে সেনাবাহিনীর হাতে আওয়ামীলীগ নেতা আটক

প্রকাশ: ০৮ জুন ২০২৫ ১৯:৩৭

ইএন রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেনু মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বেনু মিয়ার বিরুদ্ধে ঢাকার দুটি থানা এবং মাধবপুর থানায় মোট ৭টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে, যার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত বেনু মিয়া উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামের মৃত আদিল হোসেনের ছেলে।

রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে বেনু মিয়ার নিজ বাড়ি ঘিরে ফেলে তাকে গ্রেফতার করে। পরে তাকে মাধবপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের এক কর্মকর্তা।

জানা যায়, ২০২৪ সালের আগস্টে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় বেনু মিয়ার বিরুদ্ধে হত্যা, মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বেনু মিয়া একসময় ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও, পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলে দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার সহিংসতা নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও তদন্ত প্রতিবেদনে বেনু মিয়াসহ একাধিক ব্যক্তির নাম উঠে আসে। উল্লেখযোগ্য যে, এ আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, যা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য ও অভিযুক্তদের নাম সংগ্রহের চেষ্টা চলছে।