শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

7611

surplus

প্রকাশিত

২৩ জুলাই ২০২৫ ২৩:২৯

অন্যান্য

বাংলাদেশ ব্যাংক

নারী কর্মীদের শর্ট স্লিভ ও ছোট দৈর্ঘ্যের ড্রেস, লেগিংস বাদ দিতে নির্দেশনা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ২৩:২৯

ছবি: সংগৃহিত।

বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের জন্য নির্ধারিত পোশাকবিধি জারি করেছে।

সোমবার (২১ জুলাই) মানবসম্পদ বিভাগ-২ এ নির্দেশনা জারি করে, যা ওই দিন থেকেই কার্যকর হয়েছে।

নারীদের জন্য:

শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না বা অন্যান্য পেশাদার শালীন পোশাক

ফরমাল স্যান্ডেল/জুতা ও সাদামাটা হিজাব (যারা পরেন)

নিষিদ্ধ: শর্ট স্লিভ ও ছোট দৈর্ঘ্যের ড্রেস, লেগিংস

পুরুষদের জন্য:

ফরমাল শার্ট (লম্বা/হাফ হাতা), ফরমাল প্যান্ট

নিষিদ্ধ: জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট

নির্দেশনায় বলা হয়, নির্দেশনা লঙ্ঘন করলে শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে। প্রতিটি বিভাগে একজন কর্মকর্তাকে মনোনয়ন দিয়ে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক জানায়, নির্দেশনার মাধ্যমে অফিসে শালীনতা, সাম্য ও পেশাদার পরিবেশ বজায় রাখাই মূল উদ্দেশ্য।

নতুন নিয়োগপ্রাপ্ত তরুণদের মধ্যে এখনও বিশ্ববিদ্যালয়ের আচরণ বহন করার প্রবণতা দেখা যায় বলেও জানানো হয়।

পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, 'বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে এ ধরনের নির্দেশনা অপ্রয়োজনীয় ও সংস্কৃতিগত নিয়ন্ত্রণের ইঙ্গিত দেয়।'

ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ ফেলে পোশাকনির্দেশনা দেওয়া বিস্ময়কর বলেও মন্তব্য করেন তিনি।