শিরোনাম
৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষনাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম 'জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিতে সরকার ব্যর্থ হয়েছে ' -ডা: শফিকুর রহমান  দিরাই-মদনপুর সড়কে লেগুনা-সিএনজি সংঘর্ষে নিহ*ত ২ আহত ৬ সীমান্তে আরও ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ যান্ত্রিক ত্রুটিতে আবার চট্টগ্রামে ফিরল বিমান বাংলাদেশের ফ্লাইট

https://www.emjanews.com/

7611

surplus

প্রকাশিত

২৩ জুলাই ২০২৫ ২৩:২৯

অন্যান্য

বাংলাদেশ ব্যাংক

নারী কর্মীদের শর্ট স্লিভ ও ছোট দৈর্ঘ্যের ড্রেস, লেগিংস বাদ দিতে নির্দেশনা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ২৩:২৯

ছবি: সংগৃহিত।

বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের জন্য নির্ধারিত পোশাকবিধি জারি করেছে।

সোমবার (২১ জুলাই) মানবসম্পদ বিভাগ-২ এ নির্দেশনা জারি করে, যা ওই দিন থেকেই কার্যকর হয়েছে।

নারীদের জন্য:

শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না বা অন্যান্য পেশাদার শালীন পোশাক

ফরমাল স্যান্ডেল/জুতা ও সাদামাটা হিজাব (যারা পরেন)

নিষিদ্ধ: শর্ট স্লিভ ও ছোট দৈর্ঘ্যের ড্রেস, লেগিংস

পুরুষদের জন্য:

ফরমাল শার্ট (লম্বা/হাফ হাতা), ফরমাল প্যান্ট

নিষিদ্ধ: জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট

নির্দেশনায় বলা হয়, নির্দেশনা লঙ্ঘন করলে শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে। প্রতিটি বিভাগে একজন কর্মকর্তাকে মনোনয়ন দিয়ে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক জানায়, নির্দেশনার মাধ্যমে অফিসে শালীনতা, সাম্য ও পেশাদার পরিবেশ বজায় রাখাই মূল উদ্দেশ্য।

নতুন নিয়োগপ্রাপ্ত তরুণদের মধ্যে এখনও বিশ্ববিদ্যালয়ের আচরণ বহন করার প্রবণতা দেখা যায় বলেও জানানো হয়।

পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, 'বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে এ ধরনের নির্দেশনা অপ্রয়োজনীয় ও সংস্কৃতিগত নিয়ন্ত্রণের ইঙ্গিত দেয়।'

ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ ফেলে পোশাকনির্দেশনা দেওয়া বিস্ময়কর বলেও মন্তব্য করেন তিনি।