শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

8177

surplus

প্রকাশিত

০৬ আগস্ট ২০২৫ ২১:২৯

অন্যান্য

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫ ২১:২৯

ছবি: সংগৃহিত।

নিত্যদিনের গুরুত্বপূর্ণ মেসেজিং প্ল্যাটফর্ম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। তবে এখন এটি প্রতারণার ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বব্যাপী প্রতারণা ও জালিয়াতি দমন অভিযানের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপ চলতি বছরের প্রথম ছয় মাসে ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে। হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, এসব অ্যাকাউন্টের বেশিরভাগই ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার সংঘবদ্ধ প্রতারক চক্রের নিয়ন্ত্রণে, যারা বিভিন্ন দেশে স্ক্যাম সেন্টার পরিচালনা করে আসছিল।

প্রতারণামূলক কার্যকলাপ ঠেকাতে হোয়াটসঅ্যাপ চালু করেছে একগুচ্ছ নতুন সুরক্ষা ব্যবস্থা, যা গ্রুপ চ্যাট এবং ব্যক্তিগত মেসেজ- দুই ক্ষেত্রেই কার্যকর।

গ্রুপ চ্যাটে সুরক্ষা

ব্যবহারকারীকে তার কনট্যাক্ট লিস্টে না থাকা কেউ কোনো অজানা গ্রুপে যুক্ত করলে একটি ‘Safety Overview Screen’ দেখানো হবে।

এতে জানানো হবে গ্রুপে যুক্ত করা ব্যক্তি পরিচিত কি না অথবা গ্রুপে অন্য কেউ পরিচিত আছেন কি না।

ব্যবহারকারী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত নোটিফিকেশন বন্ধ থাকবে, যাতে তাৎক্ষণিক ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শ এড়ানো যায়।

ব্যক্তিগত মেসেজে সতর্কতা

হোয়াটসঅ্যাপ এমন একটি সিস্টেম পরীক্ষা করছে, যেখানে অচেনা কেউ প্রথমবার মেসেজ করলে সতর্কবার্তা দেখানো হবে।

কারণ প্রতারকরা প্রায়শই অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীকে নিয়ে আসছে।

বহুমাধ্যমিক প্রতারণা

স্ক্যামাররা টেলিগ্রামে নিয়ে গিয়ে ‘টিকটক লাইক দেওয়া’, ‘ক্রিপ্টো ইনভেস্টমেন্ট’ ইত্যাদি ভুয়া কাজের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।

ভুয়া আয় দেখানোর স্ক্রিনশট দেখিয়ে পরে আসল অর্থ দাবি করা হয়।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এসব ঘটনা প্রতারণার বুদ্ধিদীপ্ত ও বহুমাধ্যমিক রূপ তুলে ধরছে।

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা পরামর্শ

প্রতারণা থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ কিছু পরামর্শ দিয়েছে:

অপরিচিত কারও মেসেজের উত্তর দেওয়ার আগে চিন্তা করুন।

অর্থ সংক্রান্ত অফার পেলে তার পেছনের উদ্দেশ্য বিশ্লেষণ করুন।

আত্মীয় বা পরিচিত দাবি করলে অন্য মাধ্যমে যাচাই করুন।

তাড়াহুড়ি বা চাপ সৃষ্টি করলে সতর্ক হোন-এটি প্রতারকদের সাধারণ কৌশল।

সতর্কতা এবং প্রযুক্তিগত উন্নয়নের সমন্বয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপদ রাখতে কাজ করছে বলে জানিয়েছে মেটা।