
ছবি: সংগৃহিত।
আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের বিহারের রাজগিরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট, যা ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার হিসেবেও গুরুত্ব বহন করে।
তবে এই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ভারতের মাটিতে খেলা হওয়ায় পাকিস্তান এই আসর থেকে নাম প্রত্যাহার করেছে। নিরাপত্তার কারণে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) এশিয়ান হকি ফেডারেশনকে টুর্নামেন্টটি অন্য কোনো নিরপেক্ষ স্থানে সরানোর পরামর্শ দিয়েছে।
‘দ্য হিন্দু’ পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, আয়োজকরা পাকিস্তানের অনুপস্থিতিতে বাংলাদেশকে টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।
হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা বলেন, 'পাকিস্তান হকি ফেডারেশন লিখিতভাবে জানিয়েছে তারা নিরাপত্তার কারণে টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। তাই আমরা বিকল্প হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।'
এছাড়া, শুধু এশিয়া কাপ নয়, আগামী জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণও এখন অনিশ্চিত রয়েছে।
পাকিস্তান হকি ফেডারেশন এখনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি, তবে আগে জানানো হয়েছে দল পাঠানোর সিদ্ধান্ত পাকিস্তান সরকার নেবে।
এই পরিস্থিতি পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ এশিয়া কাপ থেকে দূরে থাকলে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা পাওয়ার সুযোগ কমে যাবে।