শিরোনাম
সিলেট ২ আসন/বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

9784

surplus

প্রকাশিত

১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৮

অন্যান্য

অনলাইন জুয়ায় শাস্তি ২ বছরের কা.রাদণ্ড , এক কোটি টাকা জরিমানা

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৮

ছবি: সংগৃহীত।

অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নতুন শাস্তির বিধান রাখা হয়েছে সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এ।

অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী, এ ধরনের অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

বিবরণীতে বলা হয়, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যদি সাইবার স্পেসে জুয়ার উদ্দেশ্যে পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি বা পরিচালনা করে, খেলায় অংশ নেয়, সহায়তা বা উৎসাহ প্রদান করে, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। একইভাবে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম- যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটক- এর মাধ্যমে জুয়ার প্রচার বা উৎসাহ দেওয়াও অপরাধ হিসেবে বিবেচিত হবে।

সরকার জানিয়েছে, অনলাইন জুয়া বন্ধে হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য অনলাইন জুয়ার সব গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট এবং বিজ্ঞাপন ব্লক বা অপসারণের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ বিষয়ে সব ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।