শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

9945

jobs

প্রকাশিত

২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:০১

চাকুরী

২৭তম বিসিএস: সুপারিশপ্রাপ্তদের জন্য বিশেষ নির্দেশনা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:০১

ছবি: সংগৃহীত।

২৭তম বিসিএস পরীক্ষার প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আগামী ৯ অক্টোবরের মধ্যে প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) পূরণ করে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

প্রার্থীরা ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কমিশনের ওয়েবসাইট থেকে ৩ কপি প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম ডাউনলোড করে পূরণ করবেন।

পূর্ণ ফরম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকায় জমা দিতে হবে।

নির্ধারিত তারিখের পর জমা দেওয়া ফরম গ্রহণ করা হবে না।

উল্লেখ্য ২৭তম বিসিএস-এর প্রথম মৌখিক পরীক্ষা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাতিল করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের পক্ষে কয়েকজন হাইকোর্টে রিট করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্টের বেঞ্চ প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের পিএসসির সিদ্ধান্ত বৈধ ঘোষণা করেন। এর পর দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে, ২০ ফেব্রুয়ারি, ২৭তম বিসিএস-এর ১৭ বছর পর ১,১৩৭ জন প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে নিয়োগের রায় পেয়েছেন।

প্রার্থীদের সতর্ক থাকতে হবে, ফরম জমা দেওয়ার শেষ সময় ৯ অক্টোবর, এবং এ সময়সীমার পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।