ছবি: সংগৃহীত।
২৭তম বিসিএস পরীক্ষার প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আগামী ৯ অক্টোবরের মধ্যে প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) পূরণ করে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
প্রার্থীরা ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কমিশনের ওয়েবসাইট থেকে ৩ কপি প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম ডাউনলোড করে পূরণ করবেন।
পূর্ণ ফরম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকায় জমা দিতে হবে।
নির্ধারিত তারিখের পর জমা দেওয়া ফরম গ্রহণ করা হবে না।
উল্লেখ্য ২৭তম বিসিএস-এর প্রথম মৌখিক পরীক্ষা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাতিল করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের পক্ষে কয়েকজন হাইকোর্টে রিট করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্টের বেঞ্চ প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের পিএসসির সিদ্ধান্ত বৈধ ঘোষণা করেন। এর পর দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে, ২০ ফেব্রুয়ারি, ২৭তম বিসিএস-এর ১৭ বছর পর ১,১৩৭ জন প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে নিয়োগের রায় পেয়েছেন।
প্রার্থীদের সতর্ক থাকতে হবে, ফরম জমা দেওয়ার শেষ সময় ৯ অক্টোবর, এবং এ সময়সীমার পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
                        
                        