https://www.emjanews.com/

10057

economics

প্রকাশিত

২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫১

অর্থনীতি

বিদেশি ঋণ

জুলাই-আগস্টে এলো ৭৫ কোটি, গেলো ৬৭ কোটি ডলার

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫১

ছবি: সংগৃহীত।

 চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) উন্নয়ন সহযোগী সংস্থা ও অন্যান্য দেশ থেকে বাংলাদেশ পেয়েছে মোট ৭৫ কোটি ৬ লাখ ডলার।

একই সময়ে আগের নেওয়া ঋণের সুদ ও আসল পরিশোধ করতে হয়েছে প্রায় ৬৭ কোটি ৭১ লাখ ডলার।

রোববার (২৮ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইআরডির হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে, সঙ্গে ঋণ সুবিধা ও প্রতিশ্রুতিও বেড়েছে।

গত বছরের একই সময়ে বাংলাদেশ প্রাপ্ত ঋণ ছিল প্রায় ৪৬ কোটি ডলার।

জুলাই-আগস্টে পরিশোধের মধ্যে ৪৮ কোটি ৮৭ লাখ ডলার মূল ঋণ ও ১৭ কোটি ৮৩ লাখ ডলার সুদ বাবদ শোধ করা হয়েছে। আগের বছরের একই সময়ে সুদ ও মূল ঋণের মোট পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি ডলার।

স্থানীয় মুদ্রায় হিসাব করলে জুলাই-আগস্টে ঋণ পরিশোধ ১ হাজার কোটি টাকা বেড়ে ৮ হাজার ১৩১ কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৬ হাজার ৯৬৫ কোটি টাকা।

তবে বিদেশি ঋণের নতুন প্রতিশ্রুতি এই দুই মাসে মাত্র ২৪ কোটি ডলার এসেছে, যা আগের বছরের ২০ কোটি ডলারের তুলনায় কিছুটা বৃদ্ধি।

ইআরডি জানিয়েছে, চলতি অর্থবছরে ঋণ নেওয়া এবং পরিশোধের হার কিছুটা বেড়ে যাওয়ায় অর্থনীতিতে ঋণ পরিচালনায় সতর্কতা অবলম্বনের প্রয়োজন।