৩০ নভেম্বরের মধ্যে করদাতাদের ই-রিটার্ন দাখিল করতে বলেছে এনবিআর
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ ২০:৪০
                                                            ছবি: সংগৃহীত।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে ইতিমধ্যেই ১০ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন (ই-রিটার্ন) জমা দিয়েছেন। গত আগস্টে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করে।
এনবিআর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে সব ব্যক্তি করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
গত বছর নির্দিষ্ট এলাকার ব্যক্তি করদাতা, সারা দেশে ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছিল। তাতে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন।
বর্তমানে দেশে ১ কোটি ১২ লাখ টিআইএনধারী রয়েছেন, তবে প্রতিবছর মাত্র ৪০ লাখের বেশি করদাতা রিটার্ন জমা দেন।
এনবিআর জানায়, চলতি বছরে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সকল করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক। তবে এই শ্রেণির করদাতারাও চাইলে ই-রিটার্ন জমা দিতে পারবেন।
ই-রিটার্নে নিবন্ধনজনিত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে, ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করলে কাগজভিত্তিক রিটার্ন জমা দেওয়ার সুযোগ মিলবে।
এনবিআর জানিয়েছে, করদাতার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও ই-রিটার্ন জমা দিতে পারবেন। বিদেশে থাকা বাংলাদেশি করদাতারা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের নম্বর, ই-মেইল ইত্যাদি তথ্য দিয়ে নিবন্ধন লিংক পেয়ে সহজে রিটার্ন জমা দিতে পারছেন।
ই-রিটার্ন ব্যবস্থায় কোনো কাগজপত্র বা দলিল আপলোড ছাড়া করদাতারা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য অনলাইনে এন্ট্রি করে ঝামেলাহীনভাবে রিটার্ন দাখিল করতে পারছেন। জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণিক জমা স্লিপ পাওয়ার সুবিধা রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আয়কর সনদ প্রিন্টও করা সম্ভব।
এনবিআর সূত্রে জানা গেছে, করদাতাদের সহায়তার জন্য প্রশিক্ষণ, কল সেন্টার ও ওয়েবসাইটের মাধ্যমে লিখিত সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া করদাতা চাইলে নিজ নিজ কর অঞ্চলে গিয়ে ই-রিটার্ন জমা দেওয়ার সেবা নিতে পারেন।
                        
                        