শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

10092

opinion

প্রকাশিত

৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৩

আপডেট

৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৬

মতামত

র‍্যাগিং বন্ধে শাস্তি যথেষ্ট নয়, দরকার স্থায়ী সমাধান

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৩

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবারও র‍্যাগিংয়ের ঘটনায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে ২৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে-শুধু শাস্তি দিয়েই কি র‍্যাগিং বন্ধ হবে?

সর্বশেষ সিদ্ধান্ত

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য সাজেদুল করিম জানিয়েছেন, বিভিন্ন সময়ে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগগুলো তদন্ত ও পর্যবেক্ষণের পর প্রক্টরিয়াল বডির সুপারিশে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঘটনাগুলো অনেক আগের এবং একাধিকবার তদন্তের পর অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

গত ২৩৭তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজীবন বহিষ্কার অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাহিম মুনতাসির।

৪ সেমিস্টারের বহিষ্কার অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুনাইদ মোস্তকিম এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কাজী তাসমিয়া হক আরিশা।

২ সেমিস্টারের বহিষ্কার অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রীতম সাহা, শরিফুজ্জামান খান, সাবিত আবরার, অনিক আহমেদ, সুয়েল রানা, জুবায়ের হোসেন তালুকদার, নাঈম মিয়া, বিকাশ চন্দ্র ধর, মিঞা মো. সাইয়্যেদুল বাশার ও রাজন সাহা।

ছাত্রী হলে আজীবন সিট বাতিল করা হয়েছে, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফারজানা মেহেরুন, তাসমিয়াহ আলম, লামিয়া ইসমাইল ও শ্রাবণী দ ‘র।

বাসায় র‍্যাগিংয়ের ঘটনায় (১৪ নভেম্বর) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন ও সাগর হোসেনকে ২ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে শিবরাজ ত্রিপুরা, জুবায়ের আবদুল্লাহ, রিয়াদুস সালেহীন, তন্ময় কর্মকার, ইয়াজউদ্দিন পাটোয়ারী ও নাফিজ ইমতিয়াজকে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার বা হলে ভর্তি না থাকলে ভবিষ্যতে হলে আসন না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যতে র‌্যাগিংয়ে না জড়ানোর জন্য প্রক্টরিয়াল বডির কাছে মুচলেকা দিতে হবে।

প্রক্টর মোখলেসুর রহমান বলেন, নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে র‌্যাগিংয়ের কারণে মানসিকভাবে ট্রমাটাইজড হয়ে যায়, ফলে অনেকেই একাডেমিক জায়গা থেকে বিচ্যুত হয়ে পড়ে। দীর্ঘ তদন্তের পর প্রক্টরিয়াল বডির সুপারিশেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাস্তি বনাম প্রতিরোধ

এত শিক্ষার্থীকে বহিষ্কার ও শাস্তি দেওয়া নিঃসন্দেহে শক্ত বার্তা দেয়। তবে অভিজ্ঞতা বলছে, শাস্তি দিলেই র‍্যাগিং বন্ধ হয় না। কারণ এটি ক্যাম্পাস সংস্কৃতির গভীরে প্রোথিত একটি সমস্যা।

র‌্যাগিং বন্ধে জরুরি পদক্ষেপ

 কঠোর নজরদারি ও পর্যবেক্ষণ: ক্যাম্পাস ও হলে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করতে হবে।
 সচেতনতা কর্মসূচি: নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের জন্য নিয়মিত ওয়ার্কশপ, সেমিনার এবং কাউন্সেলিং আয়োজন।
 অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা: ভুক্তভোগীরা ভয়ের বাইরে থেকে অভিযোগ জানাতে পারবে এমন গোপন ব্যবস্থা।
 মেন্টরশিপ প্রোগ্রাম: সিনিয়রদের ইতিবাচকভাবে জুনিয়রদের সহায়তায় যুক্ত করা।
 মানসিক স্বাস্থ্য সহায়তা: র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থীদের জন্য মনোবিদ ও কাউন্সেলরের ব্যবস্থা।
 শিক্ষক-শিক্ষার্থীর ঘনিষ্ঠ যোগাযোগ: শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও তদারকি র‍্যাগিং প্রতিরোধে কার্যকর।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনায় ২৫ শিক্ষার্থীর বহিষ্কার বড় পদক্ষেপ হলেও, এটি স্থায়ী সমাধান নয়। শাস্তি দরকার, কিন্তু এর পাশাপাশি সচেতনতা, প্রতিরোধমূলক উদ্যোগ ও ইতিবাচক ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তোলা জরুরি। র‌্যাগিং বন্ধ করতে হলে শুধু বহিষ্কার নয়, বরং ক্যাম্পাসজুড়ে ভয়মুক্ত ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করাই হবে প্রকৃত সমাধান।