https://www.emjanews.com/

10165

weather

প্রকাশিত

০২ অক্টোবর ২০২৫ ১৫:১২

আবহাওয়া

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারি বৃষ্টি ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ ১৫:১২

ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি হয়েছে বলে ঘোষণা করেছে আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘূর্ণিঝড় শক্তি বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের পূর্ব দিকে এবং কোলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৮৩ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় আজ রাতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী স্থানের উপকূল বরাবর স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। যদিও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এটিকে এখনও গভীর নিম্নচাপ হিসেবে দেখছে।

বাংলাদেশে ঘূর্ণিঝড় সরাসরি আঘাত না দিলেও এর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ অক্টোবর পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের পশ্চিমমধ্য অংশে অবস্থানরত লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হচ্ছে। এটি প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে, এবং ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশেও ভারি বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে উপরের উল্লেখিত জেলাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জনগণকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।