https://www.emjanews.com/

10447

sports

প্রকাশিত

১২ অক্টোবর ২০২৫ ২০:৪১

খেলাধুলা

অনূর্ধ্ব-২০

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ ২০:৪১

ছবি: সংগৃহীত।

আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ দল বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে। কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২–০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দিয়েগো প্লাসেন্তের দল।

২০০৭ সালের পর এই প্রথমবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছালো আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে আর্জেন্টিনা। প্রথম গোলটি আসে মাহের কারিসোর পা থেকে। আকুনিয়ার শট মেক্সিকোর গোলরক্ষক দিয়েগো ওচোয়া ফিরিয়ে দেন, এরপর কারিসো কাছ থেকে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা মাতেও সিলভেত্তি প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন।

দিয়েগো প্লাসেন্তের কোচিংয়ে আর্জেন্টিনা টুর্নামেন্টজুড়ে দলগত খেলায় শক্তিশালী ছন্দ বজায় রেখেছে।

এই জয়ের মাধ্যমে তারা টানা পাঁচটি ম্যাচে জয় পেয়েছে এবং নিশ্চিত করেছে, টুর্নামেন্টে মোট সাতটি ম্যাচ খেলবে তারা।

সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

শনিবার দিনের শুরুর ম্যাচে কলম্বিয়া শেষ চারে ওঠার জন্য স্পেনকে ৩–২ গোলে হারিয়েছিল।