https://www.emjanews.com/

10511

jobs

প্রকাশিত

১৪ অক্টোবর ২০২৫ ১৯:৪৩

আপডেট

১৪ অক্টোবর ২০২৫ ১৯:৪৪

চাকুরী

যুক্তরাজ্যে ৮২টি পেশায় অস্থায়ী ওয়ার্ক পারমিটের সুযোগ আসছে

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ ১৯:৪৩

ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্য সরকার শ্রমিক ঘাটতি মোকাবিলার জন্য মাঝারি-দক্ষতার ৮২টি পেশার তালিকা প্রকাশ করেছে।

নতুন অভিবাসন প্রকল্পের আওতায় অস্থায়ী কাজের ভিসার মাধ্যমে বিদেশি কর্মীদের সীমিত প্রবেশাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে।

ইংলিশ চ্যানেলে অনিয়মিত পথে অভিবাসী আগমনের কারণে দেশটির ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এর প্রভাব নির্বাচনী প্রচারণায়ও পড়েছে; পপুলিস্ট দল রিফর্ম ইউকের তুলনায় লেবার পার্টি পিছিয়ে থাকায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও চাপে রয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, ভোটারদের মন জয়ের জন্যই স্টারমার অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন।

অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি (এমএসি) জানিয়েছে, তালিকাভুক্ত পেশাগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ওয়েল্ডার, ফটোগ্রাফার, অনুবাদক ও লজিস্টিক ম্যানেজার অন্তর্ভুক্ত রয়েছে।

আবেদনকারীদের ইংরেজিতে ন্যূনতম দক্ষতা থাকা এবং নিয়োগকর্তাদের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ ও নিয়োগ পরিকল্পনা জমা দিতে হবে।

এমএসি সুপারিশ করেছে, যোগ্য অভিবাসী কর্মীদের তিন থেকে পাঁচ বছরের ভিসা দেওয়া যেতে পারে, তবে স্থায়ী বসবাসের অনুমতি নীতি পরিবর্তনের ওপর নির্ভর করবে।

২০২৬ সালের জুলাইয়ে পর্যালোচনার দ্বিতীয় ধাপে এই পেশার তালিকা চূড়ান্ত করা হবে।

কানাডা ও অস্ট্রেলিয়াতেও একই ধরনের ভিসা প্রকল্প কার্যকর রয়েছে।

প্রসঙ্গত, দুই দিনের ভারত সফরে স্টারমার ভারত সরকারের সঙ্গে নতুন ভিসা চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, পূর্বে এই ইস্যুর কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা বাধাগ্রস্ত হয়েছিল।