ছবি: সংগৃহীত।
এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচটিও ছিল নাটকীয়তায় ভরপুর।
ম্যাচের ৭৩ মিনিটে হংকং দশ জনের দলে পরিণত হয়। এর দশ মিনিট পরই সমতায় ফেরে বাংলাদেশ। বদলি খেলোয়াড় ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফাহমিদুল চমৎকার দক্ষতায় বল নামিয়ে দেন, আর রাকিব হোসেন নিয়ন্ত্রিত প্লেসিং শটে জালে পাঠিয়ে দেন বলটি। এই গোলে স্তব্ধ হয়ে যায় স্বাগতিকদের গ্যালারি।
শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে। চতুর্থ রেফারি ছয় মিনিট অতিরিক্ত সময় ঘোষণা করেন, যার শেষ সেকেন্ডে লম্বা থ্রো থেকে গোলের সুযোগ পেলেও রাকিব বলটি পোস্টে রাখতে পারেননি। ফলে জয় না পেয়ে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছে জামাল ভূঁইয়ারা। বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৮৩ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে ফাহমিদুলের সামনেই ছিল সহজ সুযোগ, কিন্তু তিনি গোলরক্ষককে একা পেয়ে পা লাগাতে ব্যর্থ হন।
ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ৭৩ মিনিটে হংকংয়ের এক খেলোয়াড়ের দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়ায় দলটি দশ জনে নেমে আসা। সেই সুযোগ কাজে লাগিয়ে সমতা আদায় করে বাংলাদেশ।
এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলেও বাংলাদেশের পারফরম্যান্সে দেখা গেছে আত্মবিশ্বাস ও উন্নতির ছাপ।
                        
                        