ছবি: সংগৃহীত।
বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর মূলপর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে। মঙ্গলবার সিঙ্গাপুর ২-১ গোলে ভারতকে হারানোর ফলে লাল-সবুজের দল গণনার বাইরে চলে যায়।
দিনের শুরুতে হংকংয়ে নিজেদের চতুর্থ ম্যাচে ভালো খেলেও স্বাগতিকদের সঙ্গে ১-১ ড্র করে বাংলাদেশ। সেই ফলের পরও ক্ষীণ আশা টিকে ছিল, কিন্তু ভারতের হার সেই সম্ভাবনাটুকুও নিভিয়ে দেয়।
গ্রুপ ‘সি’-এর চার ম্যাচ শেষে হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট সমান ৮। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট মাত্র ২। প্রতিটি দলের হাতে এখনো দুই ম্যাচ বাকি থাকলেও বাংলাদেশের এগিয়ে যাওয়ার সম্ভাবনা শেষ-কারণ সর্বোচ্চ ৮ পয়েন্ট পেলেও হংকং বা সিঙ্গাপুরের অন্তত এক দলের পয়েন্ট ৯ হবেই।
গ্রুপের শীর্ষ দলই কেবল এএফসি এশিয়ান কাপের মূলপর্বে উঠবে। আগামী ১৮ নভেম্বর হংকংয়ে হংকং ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচেই নির্ধারিত হবে কে যাবে পরবর্তী ধাপে।
এই আসরে প্রথম ম্যাচে ভারতকে গোলশূন্যে রুখেছিল বাংলাদেশ। এরপর নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ ও হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারে। সর্বশেষ মঙ্গলবার হংকংয়ে ১-১ ড্র করেও শেষরক্ষা হয়নি কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যদের।
ফলে বাকি দুই ম্যাচ এখন নিয়ম রক্ষার। আগামী মাসে ভারতের বিপক্ষে নিজেদের মাঠে নামবে বাংলাদেশ-লক্ষ্য থাকবে অন্তত প্রথম জয়ের দেখা পাওয়া।
                        
                        