https://www.emjanews.com/

10644

sports

প্রকাশিত

১৮ অক্টোবর ২০২৫ ২০:৫১

খেলাধুলা

অবশেষে মিরপুরে জয় পেল বাংলাদেশ

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৫১

ছবি: সংগৃহীত।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের জন্য একসময় ‘দুর্গ’ হিসেবে পরিচিত ছিল। তবে তিন বছরের শূন্যতার পর অবশেষে এই মাঠে ওয়ানডে জয়ের স্বাদ ফিরেছে বাংলাদেশের হাতে।

বাংলাদেশ শুরুতে ব্যাট করে ২০৭ রান করে। এরপর রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে যায়। এই জয়ের ফলে দীর্ঘ ১০৪৬ দিন পর মিরপুরে ওয়ানডেতে হাসিমুখে মাঠ ছাড়তে পারে বাংলাদেশ দল।

সর্বশেষ এই মাঠে জয়টি এসেছিল ২০২২ সালের ৭ ডিসেম্বর ভারতের বিপক্ষে। তখন স্বাগতিকরা ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে সিরিজ জয় উপভোগ করেছিল। তবে তার পর থেকে বাংলাদেশ এই মাঠে ওয়ানডেতে জয় স্বাদ পায়নি।

তথ্য অনুযায়ী, শেষ ১০৪৬ দিনে মিরপুরে বাংলাদেশ কেবল ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে- নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি এবং ইংল্যান্ডের বিপক্ষে ২টি। ২০২৩ বিশ্বকাপের পর এই মাঠে কোনো ওয়ানডে খেলা হয়নি।

৬৯২ দিন পর মিরাজদের নেতৃত্বে বাংলাদেশ এই মাঠে মাঠে নেমে জয়ের মুখ দেখেছে। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়ক মিরাজ এবং তার দল কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে এই জয়ের মাধ্যমে।