ছবি: সংগৃহীত।
এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি হতে যাচ্ছে ক্রিকেট মাঠে। তবে এবার লড়াইটি হবে আন্তর্জাতিক সিরিজে নয়, হংকংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া হংকং সিক্সেস টুর্নামেন্টে।
আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বহুল প্রতীক্ষিত এই মুখোমুখি লড়াই। ছয় সদস্যের দল নিয়ে পাঁচ ওভারের ম্যাচে অংশ নেবে মোট ১২টি দল।
রাজনৈতিক অস্থিরতা ও সীমান্ত উত্তেজনার কারণে দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। ফলে দুই দেশের ভক্তদের এই প্রতিদ্বন্দ্বিতা দেখার সুযোগ মিলছে কেবল আইসিসি ও এসিসি আয়োজিত টুর্নামেন্টগুলোতে। এবার সেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে সিক্সেস ক্রিকেটেও।
ইতোমধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান ও ভারত। আব্বাস আফ্রিদির নেতৃত্বে মাঠে নামবে পাকিস্তান, আর ভারতের অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ ক্রিকেটার দিনেশ কার্তিক।
কার্তিক বলেন, ‘ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের। হংকং সিক্সেস এমন এক টুর্নামেন্ট, যার ইতিহাস ও মর্যাদা দুই-ই সমৃদ্ধ। আমরা চাই দর্শকরা যেন উপভোগ করে দুঃসাহসী ও আনন্দমুখর ক্রিকেট।’
পুলভিত্তিক দলসমূহ:
পুল ‘এ’: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা
পুল ‘বি’: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত
পুল ‘সি’: ভারত, পাকিস্তান, কুয়েত
পুল ‘ডি’: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা
সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেট উৎসবে ভক্তদের জন্য অপেক্ষা করছে ভিন্ন মাত্রার রোমাঞ্চ, বিশেষ করে ভারত-পাকিস্তান লড়াইকে ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে বাড়তি উন্মাদনা।
                        
                        