https://www.emjanews.com/

10817

sports

প্রকাশিত

২৫ অক্টোবর ২০২৫ ১২:৪৭

খেলাধুলা

টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে নেই সাইফউদ্দিন, তবু চট্টগ্রামে দলের সঙ্গে

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ ১২:৪৭

ছবি: সংগৃহীত।

আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ দলে যোগ-বিয়োগ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রথম দুই ম্যাচের দলে জায়গা হয়নি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। এই সিদ্ধান্তে ক্রিকেট মহলে দেখা দিয়েছে বিস্ময়।

কারণ, আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন তিনি। আবুধাবিতে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে সাইফউদ্দিন তিন ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছিলেন, যা বাংলাদেশের হোয়াইটওয়াশ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘এটা ১৫ জনের স্কোয়াড। বিশ্বকাপেও ১৫ জন যাবে। এখন থেকেই আমরা সেই কম্বিনেশন তৈরি করছি। স্কোয়াডে চারজন পেসার রাখতে গেলে কাউকে না কাউকে বাদ পড়তেই হতো। সাইফউদ্দিন আপাতত প্রথম দুই ম্যাচে নেই, তবে শেষ ম্যাচে থাকতে পারে।’

তাকে চট্টগ্রামে দলের সঙ্গে নেওয়ার পেছনে বিশেষ পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। তৃতীয় টি-টোয়েন্টিতে তার দলে ফেরার সম্ভাবনা রয়েছে। তাই দলের সঙ্গে থেকে অনুশীলন ও প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অন্যদিকে আজ (শনিবার) শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লংগার ভার্সনের খেলা। টিম ম্যানেজমেন্ট মনে করছে, সাইফউদ্দিন যদি এখন এনসিএলে খেলেন, তবে ফরম্যাট পরিবর্তনের কারণে জাতীয় দলে ফেরার সময় মানিয়ে নিতে কিছুটা সমস্যা হতে পারে। তাই তাকে দলে রেখে টি-টোয়েন্টি প্রস্তুতিতেই মনোযোগ দিতে বলা হয়েছে।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে দলে নেওয়া হয়েছে এই পরিকল্পনা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাসও। আগের দিন লিটনসহ কয়েকজন ক্রিকেটার চট্টগ্রামে পৌঁছেছেন, বাকিরা গেছেন পরদিন।