https://www.emjanews.com/

10841

international

প্রকাশিত

২৬ অক্টোবর ২০২৫ ১২:২৯

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় পা রেখেই নাচলেন ট্রাম্প!

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ ১২:২৯

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৬ অক্টোবর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন একদল স্থানীয় নৃত্যশিল্পী।

তাদের ঐতিহ্যবাহী পরিবেশনা উপভোগ করতে করতেই হঠাৎ নিজের পরিচিত ভঙ্গিতে ‘ফিস্ট-পাম্পিং ড্যান্স’; মুষ্টি উঁচিয়ে নেচে ওঠেন ট্রাম্প।

বিমানবন্দরের সেই মুহূর্তের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ট্রাম্পের হাস্যোজ্জ্বল মুখে ছন্দে ভরা সেই নাচ এখন ভাইরাল।

গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে চলছে তুমুল আলোচনা। হোয়াইট হাউসও ঘটনাটি আড়াল করেনি।

ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফর শুরু হতেই মালয়েশিয়া যেন উৎসবে ভেসে গেল।’

এদিন ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে নেমে ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

এই সফরের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে ট্রাম্প অংশ নেবেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে।

গত জুলাইয়ে দুই প্রতিবেশী দেশের সীমান্তে সংঘর্ষের পর এ চুক্তি নিয়ে আন্তর্জাতিক মনোযোগ ছিল ব্যাপক।

ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি ‘গ্রেট পিস ডিল’ আমি মধ্যস্থতা করেছি, যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি।’

এই সফর দিয়েই তিনি শুরু করেছেন তার বহুল আলোচিত এশিয়া সফরের প্রথম অধ্যায়।