https://www.emjanews.com/

10856

international

প্রকাশিত

২৬ অক্টোবর ২০২৫ ২০:৩৮

আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাণিজ্যে চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ ২০:৩৮

ছবি: সংগৃহীত।

জাতিসংঘের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। ডিজিটাল মুদ্রার মাধ্যমে দেশটি বিভিন্ন সামরিক সরঞ্জাম, কাঁচামাল ও অস্ত্রের লেনদেন করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী সংস্থা মাল্টিল্যাটারাল স্যাংশনস মনিটরিং টিম (এমএসএমটি)।

সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা এড়াতে উত্তর কোরিয়া তাদের সাইবার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এসব কার্যক্রম থেকে অর্জিত অর্থ তারা পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহার করছে।

এমএসএমটি’র বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর কোরিয়ার দক্ষ সাইবার বাহিনী ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ১.৬৫ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছে। এর মধ্যে শুধুমাত্র ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিট থেকে চুরি হয়েছে প্রায় ১.৪ বিলিয়ন ডলার।

জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়াতে উত্তর কোরিয়া অন্তত আটটি দেশে আইটি কর্মী পাঠিয়েছে। তাদের বেশিরভাগই চীনে অবস্থান করছে।

এছাড়া রাশিয়া, লাওস, কম্বোডিয়া, নিরক্ষীয় গিনি, গিনি, নাইজেরিয়া ও তানজানিয়ায়ও উত্তর কোরীয় কর্মীরা কাজ করছেন। এসব কর্মীর মাধ্যমে পিয়ংইয়ং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছে এবং সেই অর্থ বিভিন্ন গোপন সামরিক প্রকল্পে ব্যবহার করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়ার কর্মকর্তারা ‘স্টেবলকয়েন’ নামের এক ধরনের ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছেন সামরিক সরঞ্জাম, তামা ও অন্যান্য কাঁচামাল ক্রয়-বিক্রয়ের জন্য। এসব লেনদেন মূলত অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের উদ্দেশ্যে করা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলোর একটি উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন–এর নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ংয়ের সাইবার হামলা, অবৈধ বাণিজ্য ও অর্থ পাচারের পরিমাণ নাটকীয়ভাবে বেড়েছে বলে উল্লেখ করেছে এমএসএমটি।