শিরোনাম
সিলেট ২ আসন/বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

10912

entertainment

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৫ ১৪:১৮

বিনোদন

প্রিন্স’ সিনেমায় কে হচ্ছেন শাকিবের ‘প্রিন্সেস’ রুক্মিণী না ইধিকা?

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ ১৪:১৮

ছবি: সংগৃহীত।

শাকিব খান রোমান্স আর অ্যাকশন মিলিয়ে পর্দায় ফের আসছেন নতুন সিনেমা ‘প্রিন্স’ দিয়ে। ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, শাকিবের বিপরীতে এই ছবিতে তিনজন নায়িকাকে দেখা যাবে। তাদের মধ্যে দুজন নায়িকা কলকাতার এবং একজন বাংলাদেশের। সূত্রের খবর, কলকাতার নায়িকা হিসেবে প্রাথমিকভাবে রুক্মিণী মৈত্র ও ইধিকা পালের নাম উঠেছে। তবে প্রযোজনা সংস্থার সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি। প্রয়োজনে নায়িকা পরিবর্তনও হতে পারে।

প্রথমে ছবির নাম ছিল ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’, এবং দুর্গাপূজার সময় শুটিংস্থল খুঁজতে কলকাতায় ছবির টিম অবস্থান করেছিল। সব কিছু ঠিক থাকলে নভেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা।

গুঞ্জন আরও বলছে, নায়িকাদের পাশাপাশি কলকাতার কিছু অভিনেতাও ছবিতে অংশ নিতে পারেন। এছাড়া বাংলাদেশের কিছু অভিনেতাকেও দেখা যাবে। শুটিং হবে কলকাতা, মুম্বই, দক্ষিণ ভারত ও বাংলাদেশ মিলিয়ে।

ছবির ক্যামেরা পরিচালনা, নৃত্য নির্দেশনা, ফাইট মাস্টার ও রূপসজ্জার দায়িত্ব পালন করবেন বলিউডের খ্যাতনামা পেশাজীবীরা। উদাহরণস্বরূপ, ক্যামেরা পরিচালনা করবেন ‘অ্যানিম্যাল’-খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়, এবং শাকিবকে সাজানোর দায়িত্বে থাকবেন বলিউডের রূপসজ্জাশিল্পী।

‘প্রিন্স’-এ শাকিবকে বিভিন্ন বয়সের রূপে দেখানো হবে। এই কারণে তিন নায়িকা রাখা হয়েছে। সিনেমায় নব্বইয়ের দশকের মাফিয়া রাজ এবং সেই সময়ের অন্ধকার দুনিয়া উঠে আসবে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।