আমরা শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক সিলেট গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: খন্দকার মুক্তাদির
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ ২৩:১৪
ছবি: সংগৃহিত
সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘সিলেটবাসীর উন্নয়নে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আমরা কাজ করবো। আমরা শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক সিলেট গড়তে প্রতিশ্রুতিবন্ধ।’
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের কোনো বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই স্লোগান প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।”
তিনি বুধবার (৫ নভেম্বর) সিলেট সিটির ২৩ ও ২৪নং ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কুশিঘাট বুরহানাবাদ শাহ গাজী সৈয়দ বোরহান উদ্দিন (রাঃ) মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাংবাদিক মতিউল বারী খুর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন শাহ গাজী সৈয়দ বোরহান উদ্দিন (রাঃ) মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম আহমদের কাজী গরম দেওয়ান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহিন আহমদ, সাধারণ সম্পাদক গাজী আশরাফ, মাওলানা খাইরুল আমিন, তেররতন মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, তেররতন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফনিক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ইমাম মাওলানা রায়হান উদ্দিন হামিদি, মুয়াজ্জিন হাফিজ দেলোয়ার হোসেন, টুলটিকর জামে মসজিদ ইমাম ও খতিব হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মুয়াজ্জিন মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা গোলাম কিবরিয়া, জুনেদ আহমদ, ময়নুল হক স্বাধীন, টুলটিকর আব্দুস সবুর জামিয়া করিমিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, শিক্ষা সচিব মাওলানা আব্দুল আলিম, সভাপতি হাজী আনোয়ার উদ্দিন, টুলটিকর গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা বেগম প্রমুখ।
