https://www.emjanews.com/

11163

national

প্রকাশিত

০৫ নভেম্বর ২০২৫ ২১:১৫

জাতীয়

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিলো নির্বাচন কমিশন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ ২১:১৫

ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। দাবি-আপত্তি শেষে ১৮ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নতুনভাবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে না, তবে ভোটাররা তাদের এলাকা পরিবর্তনের সুযোগ পাবেন।

ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে ১০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আবেদন জমা দিতে হবে। রেজিস্ট্রেশন কর্মকর্তাদের ১৭ নভেম্বরের মধ্যে আবেদন অনুমোদন বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার স্থানান্তরের জন্য ১৩ নম্বর ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

এছাড়া, প্রবাসী নাগরিকদের ভোটার নিবন্ধনের আবেদন আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) পর্যন্ত নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

৩১ অক্টোবর পর্যন্ত যেসব প্রবাসীর ভোটার রেজিস্ট্রেশন আবেদন জমা হয়েছে, তাদের তদন্ত প্রতিবেদন ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন প্রবাসীদের আবেদন অনলাইন সিএমএস পোর্টালের এনআরবি মেনুতে পাওয়া যাবে।

নির্বাচন কমিশন ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনা করছে।