https://www.emjanews.com/

12970

international

প্রকাশিত

১১ জানুয়ারী ২০২৬ ১৮:১৬

আপডেট

১১ জানুয়ারী ২০২৬ ১৮:১৯

আন্তর্জাতিক

মার্কিনিদের ভেনেজুয়েলা ছাড়ার জরুরি নির্দেশ

প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬ ১৮:১৬

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় অবস্থানরত সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে ‘চরম ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে শনিবার এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করে এ নির্দেশনা দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

সতর্কবার্তায় জানানো হয়, ভেনেজুয়েলার পরিস্থিতি এখনো অস্থির এবং সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি থামাচ্ছে এবং যাত্রীদের মধ্যে কেউ মার্কিন নাগরিক কি না বা যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো চিহ্ন বহন করছে কি না-তা যাচাই করছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্রের এক ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে বলে সতর্ক করেছে ওয়াশিংটন।

সতর্কবার্তায় আরও বলা হয়, আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় শুরু হওয়ায় ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বিলম্ব না করে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ‘কোলেক্তিভোস’ নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও সতর্ক করা হয়। এসব গোষ্ঠী সড়কে গাড়ি থামিয়ে পরিচয় যাচাই করছে এবং পরিস্থিতি যে কোনো সময় আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলায় অবস্থান না করার এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য মার্কিন নাগরিকদের জোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।