https://www.emjanews.com/

12997

international

প্রকাশিত

১২ জানুয়ারী ২০২৬ ১৯:০৫

আন্তর্জাতিক

ইরান ছাড়তে নাগরিকদের জরুরি আহ্বান অস্ট্রেলিয়ার

প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ১৯:০৫

ছবি: সংগৃহীত

চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র দপ্তর সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যখন পরবর্তীতে ইরান ছাড়াই কঠিন কিংবা অসম্ভব হয়ে উঠতে পারে। খবর জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে বাণিজ্যিকভাবে ইরান ত্যাগের সুযোগ থাকলেও তা ক্রমেই সীমিত হয়ে আসছে। যে কোনো সময় আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে কিংবা ফ্লাইট বাতিল হতে পারে। সে ক্ষেত্রে দেশ ছাড়ার সুযোগ নাও থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, ‘আমাদের পরামর্শ অমান্য করে যদি কেউ ইরানে অবস্থান করেন, তাহলে নিজের নিরাপত্তার সম্পূর্ণ দায়ভার তাকেই নিতে হবে। দীর্ঘ সময় এক জায়গায় আশ্রয় নিয়ে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। পর্যাপ্ত পানি, খাবার ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, ২০২২ সালের পর ইরান বর্তমানে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। এরই মধ্যে দেশটির বিভিন্ন শহর ও অঞ্চলে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং বিক্ষোভ অব্যাহত রয়েছে।

চলমান বিক্ষোভকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনেও উত্তেজনা বাড়ছে। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে ‘হস্তক্ষেপের’ হুমকি দিয়েছেন। তিনি ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দেন। সর্বশেষ গত শনিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারীদের ‘সহায়তা দিতে প্রস্তুত’ রয়েছে।

পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে- এমন আশঙ্কায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।