https://www.emjanews.com/

13268

national

প্রকাশিত

২২ জানুয়ারী ২০২৬ ২০:৩০

জাতীয়

বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের প্রত্যাবাসন

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬ ২০:৩০

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে দেশটিতে কর্মরত ভারতীয় কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়, ঢাকায় হাইকমিশনসহ দেশের অন্যান্য ভারতীয় মিশন কার্যক্রম চালু থাকবে, তবে পরিবারের সদস্যদের নিরাপত্তার কারণে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ভারত বাংলাদেশকে ‘পরিবার-বহির্ভূত’ দেশ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। এর ফলে পাকিস্তান, আফগানিস্তান ও সুদানের মতো দেশের সঙ্গে সমমানের নিরাপত্তা সতর্কতা আরোপ করা হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ব্যর্থ হইনি। তবে ভারত যদি আমাদের পাকিস্তানের সমপর্যায়ে রাখে, সেটা তাদের সিদ্ধান্ত। এটি দুঃখজনক হলেও আমরা পরিবর্তন করতে পারব না।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখতে হলে উভয়পক্ষকে সতর্ক পদক্ষেপ নিতে হবে। অতিরিক্ত প্রতিক্রিয়া সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে।’