ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমদ এর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর বাজারের ইকড়ছই মাদরাসা পয়েন্টে একটি মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
এসময় সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমদ ও উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার বক্তব্য দেন। পরে মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি, জমিয়তসহ নেতৃত্বাধীন জোটের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
