শিরোনাম
নির্বাচনে মোবাইল ব্যাংকিং সিস্টেমে নজরদারি থাকবে সিলেট-৪: জনগণই আমার কাজের অনুপ্রেরণা-শক্তি: আরিফুল হক চৌধুরী। সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব ব্রিটেনে সেরা বাংলাদেশি সাংবাদিক আ. স. ম মাসুম সিলেট-৩: বিজয়ী হলে তিন উপজেলায় হেলথ সেন্টার, একটি স্টেডিয়াম এবং নারীদের জন্য বিশ্ববিদ্যালয় করা হবে বিএনপি থেকে বহিস্কৃত শেখ সুজাত মিয়ার আবেগঘন ফেসবুক স্ট্যাটাস সিলেট-১: তারেক রহমান দেশে ফেরার পর সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে: মুক্তাদির ধলাই নদীতে অ’বৈধ বালু-পাথর উত্তোলন: ১১০ নৌকা ধ্বং স, ১ জন আ ট ক কোম্পানীগঞ্জে পাথর লুট ঠেকাতে কঠোর ব্যবস্থার ঘোষণা প্রশাসনের ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নবীগঞ্জে ২৮ দিনের শিশুর মৃ ত্যু

https://www.emjanews.com/

13343

sylhet

প্রকাশিত

২৬ জানুয়ারী ২০২৬ ১৮:৩২

সিলেট

গোয়াইনঘাট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আরিফুল হক চৌধুরীর মতবিনিময়

প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬ ১৮:৩২

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। 

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে।ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে দেশকে একটি ভিন্নমতের শূন্যতার দিকে ঠেলে দেয়া হয়েছে। এ অবস্থায় সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা আরও সাহসী ও দৃঢ় হওয়া প্রয়োজন।

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, শাহ আলম স্বপন, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সহ-সভাপতি আবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।

সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা আরও সাহসী ও দৃঢ় হওয়া আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী আরও বলেন, এই তিন উপজেলার সব সমস্যা সমাধান করতে হলে আমাকে প্রথমে নির্বাচিত হতে হবে। নির্বাচিত হলে পর্যায়ক্রমে সব সমস্যা সমাধান করা হবে ইনশাআল্লাহ।

মত বিনিময় সভায় গোয়াইনঘাট প্রেসক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।