শিরোনাম
নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডের জন্য অনলাইন আবেদন বাধ্যতামূলক নির্বাচনে মোবাইল ব্যাংকিং সিস্টেমে নজরদারি থাকবে সিলেট-৪: জনগণই আমার কাজের অনুপ্রেরণা-শক্তি: আরিফুল হক চৌধুরী। সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব ব্রিটেনে সেরা বাংলাদেশি সাংবাদিক আ. স. ম মাসুম সিলেট-৩: বিজয়ী হলে তিন উপজেলায় হেলথ সেন্টার, একটি স্টেডিয়াম এবং নারীদের জন্য বিশ্ববিদ্যালয় করা হবে বিএনপি থেকে বহিস্কৃত শেখ সুজাত মিয়ার আবেগঘন ফেসবুক স্ট্যাটাস সিলেট-১: তারেক রহমান দেশে ফেরার পর সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে: মুক্তাদির ধলাই নদীতে অ’বৈধ বালু-পাথর উত্তোলন: ১১০ নৌকা ধ্বং স, ১ জন আ ট ক কোম্পানীগঞ্জে পাথর লুট ঠেকাতে কঠোর ব্যবস্থার ঘোষণা প্রশাসনের

https://www.emjanews.com/

13349

economics

প্রকাশিত

২৬ জানুয়ারী ২০২৬ ১৯:৫৫

অর্থনীতি

নির্বাচনে মোবাইল ব্যাংকিং সিস্টেমে নজরদারি থাকবে

প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬ ১৯:৫৫

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেনা-বেচা ঠেকাতে মোবাইল ব্যাংকিং সিস্টেমে নজরদারি থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, ভোট কেনা-বেচা প্রতিরোধে এবার প্রত্যেক আসনে মোবাইল ব্যাংকিং নজরদারি থাকবে। ৮ ফেব্রুয়ারি থেকে মোবাইল এজেন্টগুলোতে অস্বাভাবিক লেনদেন হলে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না। তিনটি মূলনীতি- স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা-মেনে নির্বাচন পরিচালনা করতে হবে। মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের ছয়টি কমিটি কাজ করছে, যাদের তদন্ত ও বিচারিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

গণভোট প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, ভোটারদের গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করতে হবে। হ্যাঁ বা না ভোটের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দে আগামী বাংলাদেশের গঠন নিশ্চিত করবে।

সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে আয়োজন করা হয়। এতে নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।