সিলেট-৩: বিজয়ী হলে তিন উপজেলায় হেলথ সেন্টার, একটি স্টেডিয়াম এবং নারীদের জন্য বিশ্ববিদ্যালয় করা হবে
প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬ ১৬:১৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক বলেছেন, বাংলাদেশজুড়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে এবং ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। ২৬ জানুয়ারী ২০২৬ (সোমবার) দুপুরে সিলেট দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নে গণসংযোগকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ সংসদীয় আসনের প্রার্থী এম এ মালিক এসব কথা বলেন।
বক্তব্যে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে এম এ মালিক বলেন, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ অঞ্চলে এখনও অনেক রাস্তাঘাট অনুন্নত অবস্থায় রয়েছে, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও ক্রীড়া অবকাঠামোর অভাব রয়েছে। নির্বাচিত হলে তিনটি উপজেলা জুড়ে তিনটি হেলথ সেন্টার, একটি স্টেডিয়াম এবং নারীদের জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। জনাব তারেক রহমান দেশের বাইরে থেকেও নেতৃত্ব দিয়েছেন, আর দেশের ভেতরে হাজারো নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন, কারাবরণ করেছেন।
এম এ মালিক বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া চাইলে দেশের বাইরে আরাম দায়ক জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন—এই দেশ ছেড়ে তিনি যাবেন না। তার এই ত্যাগই আজ জনগণকে আরও উজ্জীবিত করেছে।”
তিনি আরও বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জসহ পুরো এলাকায় ধানের শীষের পক্ষে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ—ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। শিশুদের মুখেও এখন দানের শীষের স্লোগান, নারীদের অংশগ্রহণ এবং প্রবীণদের উৎসাহ প্রমাণ করে নির্বাচন ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এই কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক সহায়তা কার্ড, নারীদের জন্য মাসিক আর্থিক সহায়তা, কৃষক ও চা শ্রমিকদের জন্য বিশেষ কার্ড চালু করা হবে। পাশাপাশি শিক্ষিত বেকার ও তরুণ ভোটারদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
এম এ মালিক বলেন, “এই এলাকার সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থান। আমরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে শিল্প ও প্রশিক্ষণভিত্তিক কর্মসূচির মাধ্যমে তরুণদের চাকরির নিশ্চয়তা দিতে চাই।”
গণসংযোগ শেষে তিনি জানান, কামালবাজারের পাশাপাশি মোল্লারগাঁও এলাকাতেও সারাদিনব্যাপী কর্মসূচি চলবে এবং জনগণের এই সাড়া ধানের শীষের বিজয়কে আরও নিশ্চিত করবে।
