মধ্যপ্রাচ্য
ইরানের পারমানবিক কর্মসুচিতে সহায়তা করতে চায় রাশিয়া
‘ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে-এমন প্রমাণ নেই’
প্রকাশ: ২২ জুন ২০২৫ ১০:৫৯
                                                            ছবি- সংগ্রহ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে-এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
শনিবার (স্থানীয় সময়) স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন। তার এই মন্তব্যের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
পুতিন বলেন, ‘রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) কখনোই এমন কোনো তথ্য পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে। আমরা বিষয়টি বহুবার ইসরায়েলকেও জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে এবং রাশিয়া সেই কর্মসূচিকে সহায়তা করতে সম্পূর্ণ প্রস্তুত।’
এর আগের দিন, শুক্রবার, সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত একটি অর্থনৈতিক ফোরামে পুতিন আরও জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে রাশিয়া উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছে এবং কিছু প্রস্তাবও দিয়েছে। তবে এই বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
বিশ্লেষকরা মনে করছেন, পুতিনের এই অবস্থান মধ্যপ্রাচ্যে রাশিয়ার কূটনৈতিক প্রভাব বাড়াতে এবং পশ্চিমা প্রভাব মোকাবিলায় একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে।
                        
                        