শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

6506

international

প্রকাশিত

২৩ জুন ২০২৫ ১৬:০৪

আপডেট

২৩ জুন ২০২৫ ১৬:০৫

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে

ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্রও সরাসরি সংঘাতে

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ‘পুরোপুরি ধ্বংস’ হয়েছে।

প্রকাশ: ২৩ জুন ২০২৫ ১৬:০৪

ছবি- সংগ্রহ (ফাইল ছবি)

মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনা শুরু হয়েছে। ইসরায়েল ও ইরান একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এতে নিহত হয়েছেন ইরানের অভিজাত বাহিনীর সদস্যসহ সাধারণ মানুষও। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালিয়েছে। পুরো অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইরানের ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে। ওয়াইনেট ও আল জাজিরা জানিয়েছে, দক্ষিণাঞ্চলে একটি বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনায় হামলার ফলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। টাইমস অব ইসরায়েল জানায়, সাইরেন বেজে ওঠে প্রায় ৩৫ মিনিট ধরে, যা ১৩ জুন হামলা শুরুর পর সবচেয়ে দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে অবস্থান করার ঘটনা।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন,‘মি. ট্রাম্প, আপনি জুয়াড়ি! আপনি যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরা তা শেষ করব।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখন থেকে সুনির্দিষ্ট ও শক্তিশালী লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে।

ইরানে মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আল–জাজিরা জানিয়েছে, তিনি একটি সাইবার গোয়েন্দা দলের প্রধান ছিলেন। গত ১৩ জুন হামলা শুরুর পর থেকে ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এটি তৃতীয় ঘটনা।

ইয়াজদ প্রদেশে ইসরায়েলের হামলায় ইরানের অভিজাত বাহিনী আইআরজিসির ১০ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে তাসনিম। আহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েল দাবি করেছে, তারা ইতিমধ্যে ইরানের একাধিক সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে।

সিএনএনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে ইরানে বিশাল সামরিক অভিযান চালায়। ১২৫টির বেশি সামরিক উড়োজাহাজ এই অভিযানে অংশ নেয়, যার মধ্যে ছিল সাতটি বি-২ বোমারু বিমান। এগুলো ৩০ হাজার পাউন্ড ওজনের বাংকার-বিধ্বংসী বোমা বহনে সক্ষম।

ইরানের ৬ বিমানবন্দরে ইসরায়েলের হামলা
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে। এতে ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। রানওয়ে ও ভূগর্ভস্থ বাংকারে আঘাত হানায় ইরানের সামরিক উড্ডয়ন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের কেরমানশাহ প্রদেশে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন এক মা ও তার ছয় বছর বয়সী শিশু। ফার্স নিউজের বরাতে জানা গেছে, একটি ট্রাক ও যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে চালানো এই হামলায় নিহতদের স্বামী ও সন্তান আহত হন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ‘পুরোপুরি ধ্বংস’ হয়েছে। ট্রাম্প বলেন, সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে ভূগর্ভস্থ ফর্দো স্থাপনায়। যদিও ইরান এখনো ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) প্রধান রাফায়েল গ্রোসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে বলেন,‘ফর্দোতে প্রকৃত ক্ষয়ক্ষতি হয়েছে ভূগর্ভে। এখনও এর পূর্ণমাত্রা নির্ধারিত হয়নি।’

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান সংঘাত এখন সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক কূটনীতিকরা বলছেন, এই উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণে না আনলে তা গোটা অঞ্চলে অস্থিরতা ও নিরাপত্তা হুমকি বাড়িয়ে দিতে পারে।