মধ্যপ্রাচ্য
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ
ইসরায়েলকে শাস্তির অঙ্গীকার খামেনির
প্রকাশ: ২৩ জুন ২০২৫ ১৬:৩৯
ছবি- সংগ্রহ
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ হয়েছে।
২২ জুন উইলশায়ার ফেডারেল বিল্ডিং ও সিটি হলের সামনে এই বিক্ষোভে শত শত যুদ্ধবিরোধী মানুষ অংশ নেন। তাঁদের হাতে ছিল ‘স্টপ দ্য ওয়ার’, ‘নো টু ইম্পিরিয়ালিজম’ সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে শুধু ইরানেই নয়, বিশ্বব্যাপী উদ্বেগ ও নিন্দার সুর উঠছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বিবৃতিতে তিনি বলেন,
‘জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে। এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা এখনই সেই শাস্তি পাচ্ছে।’
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই খামেনি নিরাপত্তাজনিত কারণে নিজ বাসভবন ছেড়ে একটি বাংকারে আশ্রয় নিয়েছেন এবং সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ রেখেছেন।
৮৬ বছর বয়সী এই নেতা আশঙ্কা করছেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে টার্গেট করে হত্যাচেষ্টা চালাতে পারে। সম্ভাব্য বিপর্যয়ের জন্য তিনি দেশটির আইনসভা, বিচারব্যবস্থা ও সামরিক কাঠামোকে আগেভাগেই সর্বোচ্চ নেতৃত্ব বাছাইয়ের নির্দেশনা দিয়ে রেখেছেন বলে ইরানি সূত্র জানিয়েছে।
