শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

6520

international

প্রকাশিত

২৩ জুন ২০২৫ ২২:২৩

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য

মার্কিন সামরিক ঘাটিতে হা ম লা

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে মর্টার হামলার ঘটনা ঘটেছে

প্রকাশ: ২৩ জুন ২০২৫ ২২:২৩

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে মর্টার হামলার ঘটনা ঘটেছে।

সোমবারের এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা মেহের নিউজ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার পর ঘাঁটির প্রধান ফটকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আশপাশের এলাকাগুলোতেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় এই হামলার সঙ্গে ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। গত শনিবার মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর তেহরান ঘোষণা দেয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থ তাদের বৈধ লক্ষ্যবস্তু।

বিশ্লেষকদের ধারণা, সিরিয়ার হাসাকাহ প্রদেশে সোমবারের এই হামলা হতে পারে ইরানে মার্কিন হামলার প্রতিক্রিয়া। হামলার পেছনে ইরানপন্থি যেকোনও আঞ্চলিক গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েতসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক ঘাঁটি রয়েছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)-এর ২০২৪ সালের জুলাইয়ে প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের ৫১টি দেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অন্তত ১২৮টি সামরিক ঘাঁটি পরিচালনা করে। এসব ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার সেনা মোতায়েন রয়েছে।

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে এই হামলা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইএন/এআর।