https://www.emjanews.com/

6526

international

প্রকাশিত

২৪ জুন ২০২৫ ০৪:২১

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য

কাতার, বহরাইন, কুয়েত ও আরব আমীরাতের আকাশপথ খুলেছে

প্রকাশ: ২৪ জুন ২০২৫ ০৪:২১

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে চার ঘণ্টার জন্য বন্ধ থাকার পর আবারও আকাশসীমা খুলে দিয়েছে কাতার। সোমবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে কাতার এই সতর্কতামূলক পদক্ষেপ নেয়।

সোমবার স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে মোট ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। কাতার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এর মধ্যে ১৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। মাত্র একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই কাতার তাৎক্ষণিকভাবে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। একইসঙ্গে, মধ্যপ্রাচ্যের অন্যান্য তিন দেশ—সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনও পূর্ব সতর্কতা হিসেবে নিজ নিজ আকাশসীমা বন্ধ করে দেয়। তবে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এসব দেশও আকাশসীমা খুলে দেয়।

আকাশসীমা খুলে দেওয়ার ফলে স্বল্প সময়ের মধ্যে কাতারসহ উপসাগরীয় দেশগুলোর বিমান চলাচল আবারও স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।