
ছবি: সংগৃহিত।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম. আহমেদ বলেছেন, 'আওয়ামী লীগ আমলে সুবিধাভোগীরা বিএনপির সদস্য হতে পারবে না। আমাদের দলকে সমালোচিত হতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট বর্ণচোরাদের কাছ থেকে আমাদের সতর্ক ও সজাগ থাকতে হবে।'
সোমবার (১৮ আগস্ট) বিকেলে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় প্রধান বক্তার বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান কামালী এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক মোঃ রাহিন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, এম এ মুকিত, অতিরিক্ত পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, লুৎফর রহমান প্রমুখ। এছাড়া যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দও বক্তব্য দেন।
সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ওয়ার্ড যুবদলের সভাপতি কামাল আহমদ।
নতুন সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভায় যোগদান করেন।