ছবি: সংগৃহীত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন ‘সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও)’ পদে প্রাথমিক (এমসিকিউ) বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (২১ সেপ্টেম্বর) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ১ হাজার ৬১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে। তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।
লিখিত পরীক্ষা হবে মোট ২০০ নম্বরের-বাংলা ৫০, ইংরেজি ৫০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) ৪০, গণিত ও মানসিক দক্ষতা ৬০।
লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।
এদিকে পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগ তুলেছেন অনেক প্রার্থী। এর প্রতিবাদে গত ১৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা পরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষার দাবি জানান এবং দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে ১৯০% কমন সাজেশন’ দেওয়ার অভিযোগে মতিউর রহমান নামে একজনকে সিআইডি গ্রেপ্তার করে। এছাড়া পরীক্ষার আগের রাত ২টা ৬ মিনিটে ‘All Exam Helper’ নামের একটি ফেসবুক পেজে প্রশ্নপত্র ফাঁস হয়, যা পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যায়।
এই ঘটনায় ১৬ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অ্যান্ড ক্রাইম বিভাগ স্বাধীন মিয়া নামে আরও একজনকে গ্রেপ্তার করে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি অভিযোগ করেন, ‘এ পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি মেধাভিত্তিক প্রতিযোগিতা ও ন্যায়বিচারকে ক্ষুণ্ন করেছে।’
উত্তীর্ণ প্রার্থীদের নির্দেশনা:
বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকে মূল আবেদনপত্র (Form-5 Application Copies) ডাউনলোড করে আগামী ১২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে (অফিস চলাকালীন সময়ে) পিএসসি সচিবালয়ে (আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা) হাতে হাতে জমা দিতে হবে।
                        
                        