https://www.emjanews.com/

10096

sylhet

প্রকাশিত

৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪০

আপডেট

৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৬

সিলেট

বিয়ানীবাজার প্রেসক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪০

ছবি: সংগৃহীত

বিয়ানীবাজার প্রেসক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির কয়েকজন সদস্য প্রবাস গমনের কারণে শূন্য পদ পূরণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুনভাবে কমিটি গঠন করা হয়েছে।

পুনর্গঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন: সভাপতি: সজীব ভট্রাচার্য (সময়ের আলো) , সহ-সভাপতি: হাসান শাহরিয়ার (দিবালোক), ফয়জুল হক শিমুল (সময়চিত্র), সাধারণ সম্পাদক: মিলাদ মো. জয়নুল ইসলাম (আগামী প্রজন্ম)

যুগ্ম সাধারণ সম্পাদক: শাহীন আলম হৃদয় (নবদ্বীপ), মাছুম আহমদ (ক্রীড়ালোক), কোষাধ্যক্ষ: মুকিত মোহাম্মদ (সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: আব্দুল খালিক (ইত্তেফাক), দপ্তর সম্পাদক: সামিয়ান হাসান (আমাদের সময়), ক্রীড়া সম্পাদক: সৈয়দ মুনজের হোসেন বাবু (ম্যাপ টিভি)

সদস্যরা হলেন: খালেদ জাফরী, আতাউর রহমান (দেশ এডিশন), মোঃ জহির উদ্দিন (দিনকাল), আবুল হাসান (যুগভেরী), জসীম উদ্দিন (বিজয়ের কন্ঠ), এম এ ওমর (মুভি বাংলা), আমিনুল হক দিলু (শ্যামল সিলেট), শাকের হোসেন (এসআরআই টিভি), মিছবাহ উদ্দিন (রুপালী বাংলাদেশ)।

এছাড়া সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন: এম. হাসানুল হক উজ্জ্বল (যুক্তরাজ্য), এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), ফুজেল আহমদ (কানাডা), জাকির হোসেন (যুক্তরাষ্ট্র), ফয়সল মাহমুদ (যুক্তরাজ্য) এবং মনোয়ার হোসেন লিটন (যুক্তরাষ্ট্র)।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সংগঠনের সকল সহযোগী সদস্যকে পূর্ণাঙ্গ সদস্য পদ প্রদান করা হয়েছে।