https://www.emjanews.com/

13061

sylhet

প্রকাশিত

১৫ জানুয়ারী ২০২৬ ১৩:০১

সিলেট

সিলেটে সেনাবাহিনীর হাতে আ ট ক বিএনপি নেতা মানিক

প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬ ১৩:০১

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে সেনাবাহিনীর একটি দল আটক করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে সিলেট নগরীতে তাঁর বাসা থেকে তাকে আটক করা হয়।

পরে সকালে সেনাবাহিনীর অভিযানকারী দল তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি দল বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির জানান, কিছুক্ষণ আগে সেনাবাহিনী তাকে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।