https://www.emjanews.com/

13078

law-justice

প্রকাশিত

১৫ জানুয়ারী ২০২৬ ২১:২৯

আইন আদালত

সিলেটে ফার্মেসীতে মোবাইল কোর্ট, জ রি মা না

প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬ ২১:২৯

ছবি: সংগৃহীত

নকল মোড়ক ব্যবহার, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকায় ফেমাস ফার্মেসীর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। অভিযানে ফার্মেসীটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, অভিযানের সময় নকল মোড়ক ব্যবহার, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ না করা, এন্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং বেশি দামে ওষুধ বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের জন্য ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানটি গতকাল প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ড্রাগ সুপারের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। অভিযানে সিলেট ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে তানভীর হোসাইন সজীব বলেন, ‘জনস্বার্থে ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন মেনে চলা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।’