https://www.emjanews.com/

10174

surplus

প্রকাশিত

০২ অক্টোবর ২০২৫ ১৯:২৯

অন্যান্য

বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ ১৯:২৯

ছবি: সংগৃহীত।

বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পৌরশহরের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিয়ানীবাজার চিকিৎসক পরিষদ গঠনের পর থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে এবং নিয়মিতভাবে স্থানীয়দের চিকিৎসা সুবিধা পৌঁছে দিচ্ছে।

মেডিকেল ক্যাম্পে শিশু-কিশোর, সাধারণ মেডিসিন, গাইনোলজি, চক্ষু, বাথ-ব্যথা, নাক-কান-গলা এবং সার্জারিসহ বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে।

ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন- ডা. মাসুম আহমদ, ডা. আবুল ফয়েজ আলী আহমদ রুবেল, ডা. জাহিদ হোসেন, ডা. আবু ইসহাক আজাদ, ডা. শিব্বীর আহমদ সোহেল, ডা. মো: আব্দুল্লাহ ছায়ীদ, ডা. মো: শরীফ উদ্দিন, ডা. মো: আজহারুল ইসলাম রানা, ডা. ফাহিমা শিরিন, ডা. খায়রুল বাশার রোমান, ডা. কবির আহমদ, ডা. সালাউদ্দিন মাহমুদ, ডা. মো: শাহীদ আহমদ তুহিন, ডা. জুনাঈদ আহমদ, ডা. ফাহিম হাসান, ডা. শাকিলা আহমদ, ডা. আবুল কাশেম আলী আহমদ পাভেল এবং ডা. কামরান হোসেন, ডা. এম. এ. রহমান প্রমুখ।

 ক্যাম্পে উপস্থিত রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং স্থানীয় চিকিৎসক পরিষদের মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।